12.1 C
New York
রবিবার, আগস্ট ১, ২০২১
Home এভিএএস উপসর্গে মৃত্যুও হঠাৎ বেড়েছে

উপসর্গে মৃত্যুও হঠাৎ বেড়েছে

করোনার উপসর্গ নিয়ে জবেদ আলী ও মহিউদ্দিনের মতো সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত দিনে মারা গেছেন ৪৫ জন। এই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস মণ্ডল প্রথম আলোকে বলেন, অনেক ক্ষেত্রে রোগীর বুকের সিটি স্ক্যান করে দেখা যায়, ৩০ শতাংশ ফুসফুস আক্রান্ত। ফুসফুস আক্রান্ত হলে অনেক সময় করোনা পরীক্ষা করা হয় না।

উপসর্গ আছে, কিন্তু পরীক্ষা হয়নি—এমন কোনো রোগী মারা যাওয়ার পর করোনায় মৃতদের সরকারি তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয় কি না, জানতে চাইলে মেডিসিন বিশেষজ্ঞ মানস মণ্ডল বলেন, যাঁদের উপসর্গ রয়েছে, তাঁদের করোনা চিকিৎসা দেওয়া হয়ে থাকে। চিকিৎসা পাওয়াই মূল কথা।

আবার উপসর্গ নিয়ে হাসপাতালে আসার পর মৃত্যু হলেও কিছু ক্ষেত্রে ওই রোগীর নমুনা সংগ্রহ না করার অভিযোগও পাওয়া গেছে। বিশেষ করে যেসব রোগী হাসপাতালে আসার ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে মারা যাচ্ছেন, তাঁদের নমুনা নেওয়া হয় না বলে স্বজনেরা অভিযোগ করেছেন। উপসর্গ নিয়ে মৃত্যুর পর কারও করোনা শনাক্ত হলে তা সরকারি হিসাবে দেখানো হয় কি না, সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

* দেশে গত বছরের মার্চে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত উপসর্গে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৩৯ জনের। * গত ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত দেশে করোনার উপসর্গে ৪৮৬ জনের মৃত্যু। এর মধ্যে খুলনা বিভাগেই মারা গেছেন ২১৬ জন।

ফরিদপুরে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১০ থেকে ১৬ জুলাই (গতকাল) পর্যন্ত করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। এ সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪০ জন। এই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর মারা যান মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার দুলাল সাহা (৬০)। তাঁর মেয়ে মিতা সাহা জানান, বাবার জ্বর হয়েছিল। হাসপাতাল থেকে বাবার নমুনা পরীক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান বলেন, করোনা সন্দেহে কেউ ভর্তি হলেই তাঁর নমুনা নিয়ে পরীক্ষা করার জন্য সংশ্লিষ্টদের বলে রাখা হয়েছে। তবে এটি কতটা পালন করা হচ্ছে, তা খতিয়ে দেখা হয়নি।

উপসর্গে মৃত্যুও হঠাৎ বেড়েছে

জাতিসংঘের সংস্থা ইউএনডিপির আর্থিক সহায়তায় করোনার উপসর্গে মৃত্যু নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প। বিপিও বলছে, গত ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত দুই সপ্তাহে সারা দেশে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৮৬ জন। এর মধ্যে খুলনা বিভাগেই এমন মৃত্যুর ঘটনা ২১৬টি। খুলনা বিভাগের মধ্যে শুধু সাতক্ষীরা জেলাতেই গত দুই সপ্তাহে করোনার উপসর্গে ৭৮ জনের মৃত্যু হয়েছে।

বিপিওর তথ্য অনুযায়ী, ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সারা দেশে উপসর্গ নিয়ে মারা গেছেন ৩১৮ জন। এক সপ্তাহে উপসর্গ নিয়ে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এর আগে এক সপ্তাহে উপসর্গ নিয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল গত বছরের ২১ জুন থেকে ২৭ জুনের মধ্যে। তখন ২২২ জনের মৃত্যু হয়েছিল। আর দেশে গত বছরের মার্চে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত উপসর্গে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৩৯ জনের।

খুলনার বটিয়াঘাটার শুক্লা গোলদার ১১ জুলাই খুলনা করোনা ডেডিকেটেড (নির্ধারিত) হাসপাতালে ভর্তি হন। পরের দিন অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়। আইসিইউতে থাকা অবস্থায় তাঁর নমুনা নেওয়া হয়। ১৩ জুলাই দুপুরে মারা যান শুক্লা। তখনো তাঁর পরীক্ষার ফল আসেনি।

শুক্লার আত্মীয় কৌশিক সরকার বলেন, পরে হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি (মারা যাওয়া ব্যক্তি) পজিটিভ ছিলেন।

রংপুর শহরের জুম্মাপাড়ার বাসিন্দা আরিফা আমান (৪৩) করোনার উপসর্গ নিয়ে ১১ জুলাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন তিনি মারা যান। পরিবারের অভিযোগ, করোনার উপসর্গ থাকার পরও তাঁর নমুনা পরীক্ষা করা হয়নি।

করোনাভাইরাস

করোনাভাইরাস
ছবি: প্রথম আলো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, যাদের শরীরে করোনা উপসর্গ থাকে তাদের সবার করোনার নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। কিন্তু তাঁর (আরিফা) হয়তো উপসর্গ ছিল না।

চট্টগ্রামে করোনা চিকিৎসার প্রধান দুটি হাসপাতাল হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল। এর মধ্যে জেনারেল হাসপাতালে মূলত করোনা পজিটিভ রোগীদের চিকিৎসা দেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেলে পজিটিভ এবং উপসর্গ দুই ধরনের রোগীদের সেবা দেওয়া হয়।

গত চার দিনে চট্টগ্রাম মেডিকেলে করোনায় মারা গেছেন ২৬ জন। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। এর মধ্যে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, কারও বুকে ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর, কাশি থাকলে হাসপাতালের করোনা ইয়েলো জোনে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করে পজিটিভ এলে তাদের রেড জোনে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে রিপোর্ট আসার আগেই মারা যাচ্ছেন।

উপসর্গে মৃত্যুও হঠাৎ বেড়েছে

সংক্রমণের ঝুঁকি বাড়ছে

বরিশালের উজিরপুর উপজেলার শাহজাহান মোল্লা (৭০) করোনার উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ১০ জুলাই। পরদিন রাতে তিনি মারা যান। স্বজনেরা তাঁর লাশ বাড়ি নিয়ে দাফন করেন। কিন্তু স্বজনেরা নিশ্চিত ছিলেন না তিনি করোনা পজিটিভ না নেগেটিভ। ১৩ জুলাই তাঁরা জানতে পারেন শাহজাহান করোনা পজিটিভ ছিলেন।

গত এক সপ্তাহে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপসর্গ নিয়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল পর্যন্ত এঁদের ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ ছিল। মৃতদের স্বজনেরা বলছেন, উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের ফলাফল পেতে দেরি হওয়ায় স্বজনেরা অন্যদের সংস্পর্শে আসছেন। এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল প্রথম আলোকে বলেন, উপসর্গে মৃত্যু বেশি হচ্ছে, কারণ লোকজন করোনা পরীক্ষা করাতে আসছেন না। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ থাকলেই করোনা পরীক্ষা করাতে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, করোনা পরীক্ষার ফল আসার আগেই যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের সরকারি হিসাবে দেখানো হচ্ছে কি না বিষয়টি স্পষ্ট নয়। স্বাস্থ্য অধিদপ্তরকে এটি পরিষ্কার করতে হবে।

RELATED ARTICLES

রেলের ভুলের মাসুল ৪শ কোটি টাকা

ঢাকা-নারায়ণগঞ্জ প্রকল্পে ছয় বছর পর ত্রুটি চিহ্নিত রেলের ভুলের মাসুল ৪শ কোটি টাকা পরিকল্পনার ভুলেই নতুন করে প্রকল্প নিতে হবে-রেলপথমন্ত্রী * পরিকল্পনার অভাবে অতিরিক্ত টাকা লাগছে ঢাকা-নারায়ণগঞ্জ...

মানুষের জীবনের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার- কাদের

করোনার এই কঠিন পরিস্থিতিতে সবাইকে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,...

চট্টগ্রামে হাসপাতালে ভর্তি রোগীর জন্য ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ পাওয়া যাচ্ছে না

চট্টগ্রামে করোনাভাইরাস থেকে সেরে ওঠা এক নারীর দেহে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ঘটেছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। ষাটোর্ধ্ব ওই নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রেলের ভুলের মাসুল ৪শ কোটি টাকা

ঢাকা-নারায়ণগঞ্জ প্রকল্পে ছয় বছর পর ত্রুটি চিহ্নিত রেলের ভুলের মাসুল ৪শ কোটি টাকা পরিকল্পনার ভুলেই নতুন করে প্রকল্প নিতে হবে-রেলপথমন্ত্রী * পরিকল্পনার অভাবে অতিরিক্ত টাকা লাগছে ঢাকা-নারায়ণগঞ্জ...

মানুষের জীবনের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার- কাদের

করোনার এই কঠিন পরিস্থিতিতে সবাইকে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,...

চট্টগ্রামে হাসপাতালে ভর্তি রোগীর জন্য ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ পাওয়া যাচ্ছে না

চট্টগ্রামে করোনাভাইরাস থেকে সেরে ওঠা এক নারীর দেহে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ঘটেছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। ষাটোর্ধ্ব ওই নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল

ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যকার সংঘাতের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রাথমিকভাবে যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গত মে মাসে গাজা...

Recent Comments